Skip to content
Home » Blog » Educational » Ghost , paranormal, supernatural : What you need to know.

Ghost , paranormal, supernatural : What you need to know.

ভুত কিংবা আলৌকিক ক্ষমতা নিয়ে আমাদের জল্পনা কল্পনার অন্ত নেই। ভুত প্রেতসহ যাদু টোনা, বান মারা, ঝাড়ফুক, টেলিপ্যাথি , হাত দেখা ইত্যাদি নানারকম ভ্রান্ত বিশ্বাসের কারণে সহজেই প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। আবার আক্ষরিক অর্থে ভৌতিক অভিজ্ঞতা হয়েছে এমন মানুষও আছে। ভুত প্রেত বা কবিরাজ কিংবা ওঝার আলৌকিক ক্ষমতা কি আদৌ আছে?। যারা বলেন ভুত দেখেছন তারাই বা কেন এমন বলেন এর সবকিছুই বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটিতে। আমার ছোট ছোট কাজিনদের বিভিন্ন বিষয় বুঝিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ভাবলাম ভিডিও কনটেন্ট তৈরি করে রাখলে মন্দ হয় না। আশা করি আমার কাজিনরা সহ আরো অনেকেই এই কনটেন্ট দেখে বিষয়গুলো বুঝতে পারবে এবং সঠিক ধারণা পাবে। Lets Make Sense. #Ghosts#paranormal#supernatural_power#Gosht_Busting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

en_USEnglish